আজ বেলা দুটোর সময় পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের ডাকে অনেকক্ষণ এর মৃত্যুর প্রতিবাদে এক বিরাট মিছিল রামলীলা মন্দির থেকে ধর্মতলা গান্ধী মূর্তির সামনে পৌঁছান এবং সেখানেই শহীদের প্রতি মাল্যদান করেন ও প্রদীপ জ্বালিয়ে তার আত্মার প্রতি শান্তি কামনা করেন ,এই মিছিলে নেতৃত্ব দেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। বেলা বারোটা থেকে বিভিন্ন কলেজের ছাত্র ছাত্রী জেলা থেকে আসতে শুরু করে, এমন রামলীলা ময়দানে জমায়েত হয় ,প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার ছাত্র-ছাত্রী এই মিছিলে অংশগ্রহণ করেন এবং আনিস খানের প্রতি শ্রদ্ধা জানান।। ছাত্রনেতা অনিস খানের মৃত্যুতে আমরা মর্মাহত, আইন আইনের পথে চলুক এই বার্তা নিয়ে মধ্য কলকাতার তৃণমূল ছাত্র পরিষদ মিছিল করলেন ,দোষীদের শাস্তি চাই বন্ধ হোক মৃত্যু নিয়ে বিরোধীদের ঘৃণ্য অরাজকতা রাজনীতি। মুখ্যমন্ত্রী গঠন করেছেন, হাইকোর্ট তদন্তে মান্যতা দিয়েছে, তারপরও যারা অরাজকতা তৈরীর চেষ্টা করছে তাদের ধিক্কার জানালেন ছাত্র পরিষদের ছাত্র ছাত্রীরা। এবং সবাই বলেন তৃণমূল রাজ্যে সবকিছু দখল করবে করছে, এখানে কোন বিরোধীদের ঠাই নাই ,যদি তারা অন্যায় ভাবে আন্দোলন করে তাহলে আমরাও তার প্রতিবাদ করব এবং বাধ্য হব অন্য পথ বেছে নিতে ,কিন্তু আমরা গণতন্ত্র মানি, তাই আমরা ন্যায়ের পথ ধরে এগিয়ে চলেছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই শিক্ষা দিয়েছেন।
মাননীয় মুখ্যমন্ত্রী তিনি অনিস খানের ন্যায়বিচার করবেন এবং সঠিক তদন্ত হবে এবং দোষীদের শাস্তি অতি অবশ্যই দেবেন এই আশা করি, অবশেষে গান্ধী মূর্তিতে মাল্যদান করেন সভাপতি। মিছিলে যোগদান করেন যোগেশচন্দ্র কলেজ ,শ্যামাপ্রসাদ কলেজ, বিবেকানন্দ কলেজ, চারুচন্দ্র কলেজ, পলিটেকনিক কলেজ, সিটি কলেজ, হোমিওপ্যাথি মেডিকেল সেল ,আশুতোষ কলেজ, ছাড়াও মেদিনীপুর, বর্ধমান, হুগলি ,ব্যারাকপুর, বারাসত ,নদীয়া ,কৃষ্ণনগর, শান্তিপুর, বসিরহাট, পশ্চিম মেদিনীপুর ,এই সকল এলাকার কলেজ থেকে ছাত্র,পরিষদের ছাত্র-ছাত্রীরা এই মিছিলে পা মেলান। এবং এই সকল কলেজ থেকে যারা ছাত্র-ছাত্রীদের নিয়ে এসেছেন, সভাপতিত্ব করেছেন, তাদের মধ্যে হলেন শিবাশীষ, সার্থক ,সৌমেন, তিতলি, সরোজ, পঙ্কজ, অভিনব, রাহুল, সৌভিক, প্রসেনজিৎ ,মঙ্গল, ছাড়াও আরো অনেকে, ছাত্র পরিষদের সভাপতি ত্রিবাঙ্কুর ভট্টাচার্য্য সকলকে ধন্যবাদ জানান সহযোগিতা করার জন্য। রিপোর্টার কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায়
Leave a Reply