হে ! প্রিয় বন্ধু আমার
তুমি চিরতরে গেছো উড়ে –
পাখনায় ভর করে ইস্তফা দিয়ে,
চিরতরে, আমায় ছেড়ে……!
তবু আমি, পড়ে আছি এক বুক জ্বালা নিয়ে –
নির্বিকার-নিস্তব্ধ হয়ে,
পাখিদের গুঞ্জনে, এই অরণ্যে’র ঘ্রাণে ।
নির্বাক হয়ে, দেখছি আমি !
জীবন–মৃত্যু’র এই অনিবার্য খেলা,
দেখছি, তোমার নিস্তব্ধ রক্তহীন নিথর দেহ
লুকিয়ে আছে, পর্দার আড়ালে,
চোখের ভেতর অপূর্ণতা –
ঢেকে আছে, আঁধারের আড়ালে ।
আর মাত্র কিছু মুহূর্ত !
চলে যাবে চিরতরে –
মৃত্যুপুরী’র সাজানো সেই শহরে ।
নিঃসঙ্গ’তা দিয়ে যাচ্ছো আজ আমাকে
স্বপ্নলোকের তীব্র ঘোরে,
দৃশ্য হয়ে, তুমি আর কোনদিন ভাসবে নাহ-
স্পর্শে’র ব্যাকুলতায়, তোমাকে আর ছোঁতে পারবো নাহ ।
তোমার সমাধি জুড়ে
ফুলেল সুবাস আমার হৃদয়ে,
স্নিগ্ধ জ্যোৎস্নায় এক ফালি নাগরিক চাঁদ হয়ে
আকাশেতে করবে বিচরণ,
থাকবে সেথায় তুমি, নিরাকারের ছোঁয়ায়
আমার থেকে অনেক দূরে ।
Leave a Reply