আজ (২৩ জানুয়ারি) রবিবার নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলায় অভয়পাশা বাজারে অভিযান চালিয়ে নেত্রকোনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব, মোঃ শাহ আলম এর নেতৃত্বে অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা, আমদানিকারকের সীলবিহীন প্রসাধনী বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় এবং সতর্ক করা হয়।
নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার মোট ৪টি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।
পরে উপস্থিত জনসাধারণকে মাস্ক পরার পাশাপাশি ভীর এড়িয়ে দূরত্ব বজায় রেখে চলাচল করতে নির্দেশনা দেয়া হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানান নেত্রকোনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ শাহ আলম।
রিপন কান্তি গুণ
নেত্রকোনা, বারহাট্টা প্রতিনিধি
মোবাইল : 01723-632594
Leave a Reply