1. admin@channel21tv.com : channel21tv.com :
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২:১৫ অপরাহ্ন

পোস্টারে ছেয়ে গেছে চুরখাই বাজার, চলছে ভোট প্রার্থনা।

এস.এম রুবেল আকন্দ(ময়মনসিংহ)
  • আপডেট সময় : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ৩৩৫ বার পঠিত

আসিতেছে ০৬ জানুয়ারি ২০২২ইং (বৃহস্পতিবার) ময়মনসিংহের সদর উপজেলা ১২নং ভাবখালী ইউনিয়ন চুরখাই বাজার ব‍্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ব‍্যবসায়ীদের মাঝে নির্বাচনী আমেজ বিরাজ করছে। নির্বাচনকে কেন্দ্র করে চুরখাই বাজারে প্রতিটি অলিগলি, দোকানের সামনে, ফাকা জায়গায়, বাড়ির সম্মুখে ছেয়ে গেছে সাদা কালো পোস্টার। সেই সাথে চলছে প্রতিটি প্রার্থীদের ভোট প্রার্থনা ও নিয়মিত উঠান বৈঠক। বাজারের প্রতিটি জায়গায় সাদা-কালো পোস্টারে ছেয়ে গেছে। মনে হয় চুরখাই বাজার নতুন করে তিন বছর পর আবার সেজেছে। নির্বাচনের কারণে বাজারের সৌন্দর্য অনেকটাই যেন বৃদ্ধি পেয়েছে।

সরেজমিনে দেখা যায়, চুরখাই বাজার বাড়ির রাস্তা, দোকানের সামনে যেমন প্রার্থীদের হাজারো পোষ্টার সাজানো আছে তেমনি চুরখাই পাঁচ রাস্তার মোড়সহ চুরখাই এলাকায় শুধু পোস্টার আর পোস্টার।

এছাড়াও পোস্টারগুলো এক দোকান থেকে অন্য দোকানে, বৈদ্যুতিক খুঁটি, গাছ ও বিভিন্ন মার্কেটে রশি দিয়ে সাজানো হয়েছে। আবার ছোট ছোট হ্যান্ড বিলি করে রাস্তায় রাস্তায়, দোকানে মানুষের হাতে দিয়ে প্রার্থী নিজ বা তাদের সমর্থক লোকজন ভোট প্রার্থনা করছে।

প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে বৃহস্পতিবার। প্রতীক পাওয়ার পরই প্রার্থীরা পর দিন শুক্রবার সকাল থেকেই পোস্টার লাগাতে ব্যস্ত হয়ে পড়েন। কার আগে কে জায়গায় দখল করে পোস্টারে লাগাতে পারে।

চুরখাই বাজার এলাকায় দেখা যায়, সভাপতি প্রর্থী মো. মজিবর রহমান সরকার (মজি), মো. আজাহারুল ইসলাম ফকির, মো. হাফিজ উদ্দিন, সহ-সভাপতি প্রার্থী মো. জসিম উদ্দিন, মো. মহিউদ্দিন, মো. সাজ্জাত হোসেন (সাজু), মোহাম্মদ আলী, সাধারন সম্পাদক প্রার্থী মো. সুমন সরকার, মো. মোস্তাফিজুর রহমান, মো. নজরুল ইসলাম (তুলা), মো. মোস্তফা জালাল ফকির, মো. ইসব আলী মেম্বার, যুগ্ম-সাধারন সম্পাদক প্রার্থী মো. মাইনুল হোসেন (হীরা), মো. মোত্তাকিনুর রহমান সুমন, সাংগঠনিক সম্পাদক প্রার্থী মো. মামুনুর রশিদ (কর্ণেল), মো. এমদাদুল হক (পবন), কোষাধ‍্যক্ষ সম্পাদক প্রার্থী মো. রুহুল আমিন, মো. মাফফুজুর রহমান জুম্মন, শ্রী. বাবু লিটন সরকার (লিটন), দপ্তর সম্পাদক প্রার্থী মো. আব্দুল রউফ (রুবেল), প্রচার সম্পাদক প্রার্থী মো. এরশাদ মিয়া, মো. উবাইদুল্লাহ ও ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক প্রার্থী মো. সিদ্দিকুল ইসলাম ও মো. মোকলেছুর রহমানসহ প্রার্থীরা ব‍্যবসায়ী ভোটার ভাইদের ও সাধারণ মানুষের নজর কাড়তে বিভিন্ন অলি-গলিতে পোস্টার ব‍্যানার লাগিয়েছেন। চালিয়ে যাচ্ছে উঠান বৈঠক ও ভোট প্রার্থনা। সেই সাথে দিচ্ছে উন্নয়নের প্রতিশ্রুতি। সাবেক, বর্তমান ও নতুন প্রার্থীরা সকলেই উন্নয়নের অঙ্গীকার করে যাচ্ছে। শুধু তাই নয়, অনেকেই আবার বয়স্কদের পায়ে ধরে সালাম করছে।
চুরখাই বাজারের রংধনু ডিজিটাল ভিডিও এন্ড স্টুডিও ব্যবসায়ী ও ১১নং ঘাগড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. সুজন ফকির বলেন, গত দুই দিন আগে থেকে বাজারে রশি টানানো হয়েছে পোস্টার সাজানোর জন্য। শুক্রবার সকালে এসে দেখি রশিতে পোস্টার ঝুলছে। এছাড়াও প্রতিটি মার্কেটে এসে নির্বাচনী প্রার্থী ও সর্মথকরা পোস্টার দিয়ে যাচ্ছেন। এতে ব্যবসায়ীদের পোস্টারে ছেয়ে গেছে চুরখাই বাজার, চলছে ভোট প্রার্থনা

এস.এম রুবেল আকন্দ:
আসিতছে ০৬ জানুয়ারি ২০২২ইং (বৃহস্পতিবার) ময়মনসিংহের সদর উপজেলা ১২নং ভাবখালী ইউনিয়ন চুরখাই বাজার ব‍্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ব‍্যবসায়ীদের মাঝে নির্বাচনী আমেজ বিরাজ করছে। নির্বাচনকে কেন্দ্র করে চুরখাই বাজারে প্রতিটি অলিগলি, দোকানের সামনে, ফাকা জায়গায়, বাড়ির সম্মুখে ছেয়ে গেছে সাদা কালো পোস্টার। সেই সাথে চলছে প্রতিটি প্রার্থীদের ভোট প্রার্থনা ও নিয়মিত উঠান বৈঠক। বাজারের প্রতিটি জায়গায় সাদা-কালো পোস্টারে ছেয়ে গেছে। মনে হয় চুরখাই বাজার নতুন করে তিন বছর পর আবার সেজেছে। নির্বাচনের কারণে বাজারের সৌন্দর্য অনেকটাই যেন বৃদ্ধি পেয়েছে।
সরেজমিনে দেখা যায়, চুরখাই বাজার বাড়ির রাস্তা, দোকানের সামনে যেমন প্রার্থীদের হাজারো পোষ্টার সাজানো আছে তেমনি চুরখাই পাঁচ রাস্তার মোড়সহ চুরখাই এলাকায় শুধু পোস্টার আর পোস্টার।

এছাড়াও পোস্টারগুলো এক দোকান থেকে অন্য দোকানে, বৈদ্যুতিক খুঁটি, গাছ ও বিভিন্ন মার্কেটে রশি দিয়ে সাজানো হয়েছে। আবার ছোট ছোট হ্যান্ড বিলি করে রাস্তায় রাস্তায়, দোকানে মানুষের হাতে দিয়ে প্রার্থী নিজ বা তাদের সমর্থক লোকজন ভোট প্রার্থনা করছে।

প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে বৃহস্পতিবার। প্রতীক পাওয়ার পরই প্রার্থীরা পর দিন শুক্রবার সকাল থেকেই পোস্টার লাগাতে ব্যস্ত হয়ে পড়েন। কার আগে কে জায়গায় দখল করে পোস্টারে লাগাতে পারে।

চুরখাই বাজার এলাকায় দেখা যায়, সভাপতি প্রর্থী ম সমর্থকরা দোকানে দোকানে পোস্টার ও লিফলেট বিতরণ করছে, সেই সাথে চলছে ভোট প্রার্থনা। ঘন ঘন প্রার্থীদের নামে স্লোগান ও প্রতীক নিয়ে মিছিল বের হচ্ছে।
বিশেষ করে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের পোস্টার লক্ষণীয়।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আসিতেছে পহেলা জানুয়ারি মাসের ০৬\০১\২০২২ইং চুরখাই বাজার ব‍্যবসায়ী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। চুরখাই বাজার কেন্দ্রেই ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

আগামী ০৬ জানুয়ারি নির্বাচনে সভাপতি প্রর্থী ৩, সহ-সভাপতি প্রার্থী ৪, সাধারন সম্পাদক প্রার্থী ৫, সহ-সাধারন সম্পাদক প্রার্থী ২, সাংগঠনিক সম্পাদক প্রার্থী ২, কোষাধ‍্যক্ষ সম্পাদক প্রার্থী ৩, দপ্তর সম্পাদক প্রার্থী ২, প্রচার সম্পাদক প্রার্থী ২ ও ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক প্রার্থী ২ জন সাধারণ প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছে। চুরখাই বাজার মোট ব‍্যবসায়ী ভোটার ৮৯০ জন। সভাপতি, সাধারণ সম্পাদক ও বিভিন্ন পদের প্রার্থী সকলেই ভোট প্রার্থনায় মরিয়া হয়ে কাজ করছে।

জানা যায়, প্রতীক বরাদ্দ পাওয়ার সময় সভাপতি, সাধারণ সম্পাদক ও বিভিন্ন পদে প্রার্থীদের আনন্দ মিছিল। তবে নির্বাচনে সাধারণ জনগণের মাঝে আনন্দ উল্লাস বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
  • © All rights reserved © 2022 Channel21tv.Com
Design & Development By Hostitbd.Com