মুজিব মানে – বাংলা মায়ের অহংকার
নরপশুদের থেকে ছিনিয়ে আনা-
বঙ্গ মায়ের অধিকার ।
রক্তপিপাসু, হানাদারদের বুকে হাহাকার
গর্বিত বাংলা মায়ের জয়জয়কার ।
মহান বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বার্ষিকী মুজিব বর্ষ উপলক্ষে সারাদেশের ন্যায় নেত্রকোণায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শপথ বাক্য পাঠ পর্বে অংশগ্রহণ করেন জেলার বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ।
বৃহস্পতিবার বিকালে নেত্রকোণা জেলা প্রশাসনের আয়োজনে নেত্রকোনা আধুনিক স্টেডিয়াম মাঠ থেকে ভারচুয়াল পদ্ধতিতে শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার প্রায় ১০ হাজার মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক জনাব, কাজি মোঃ আবদুর রহমান, পুলিশ সুপার জনাব, আকবর আলী মুনসী, জেলা আওয়ামীলীগের সভাপতি জনাব, মতিয়র রহমান খান, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জনাব, নজরুল ইসলাম খান, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান বাবু প্রশান্ত কুমার রায়, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব, নূর খান মিঠু, সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী জনাব, আরিফ খান জয়, জেলা আওয়ামীলীগের দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক জনাব, গাজী মোজাম্মেল হোসেন টুকু প্রমূখ । অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন- চিন্ময় তালুকদার।
শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
Leave a Reply