কুড়িগ্রামের রাজারহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজারহাট সদর ইউনিয়নের নৌকা মার্কার প্রার্থী মোঃ এনামুল হকের বাসায় হামলা এবং বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি সম্বলিত নৌকা ভাংচুর।
সূত্রে জানা যায় কুড়িগ্রাম ২ আসনের সাবেক সংসদ সদস্যও কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাফর আলী ০৯-১২-২০২১খ্রীঃ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার দিকে রাজারহাট সদর ইউনিয়ন হরিশ্বর তালুক গ্রামে গণসংযোগ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পার্শ্ববর্তী ভাটারপাড় বাজার নামক এলাকায় পৌঁছিলে উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য এবং রাজারহাট সদর ইউনিয়ন নির্বাচনে বিদ্রোহী প্রার্থী রহিম বাদশা( মোটরসাইকেল মার্কা)’র সমর্থন কৃষকলীগের সদস্য হরিশ্বর তালুক এলাকার জনৈক নুরুন্নবী জেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলীকে নৌকা মার্কা প্রাথী এনামুল হকের বিরুদ্ধাচারণ করে অশ্লীল ভাষায় কথা বলা শুরু করে। পাশ্বে এনামুল চেয়ারম্যান দাঁড়িয়ে থেকে সব কিছু শোনার একর্যায়ে নুরুন্নবীকে জাফর ভাইয়ের সাথে পরে দেখা করে অভিযোগ দিতে বলেন এমন্তবস্তায় নুরুন্নবী এনামুল চেয়ারম্যানের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পরে । পরবর্তী সময় ওই দিন রাত আটটার দিকে রাজারহাট ইউনিয়নের আওয়ামীলীগের ৩ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোঃ আজগার আলী ( টেলিফোনে মার্কা) উপজেলা যুবলীগের সাবেক সদস্য এটিএম মাজেদুর রহমান মন্ডল বুলোন ( ঘোড়া মার্কা) বনানী থানা (ঢাকা) স্বেচ্ছাসেবক লীগের সাঃ সম্পাদক ও রাজারহাট উপজেলা আওয়ামীলীগের সদস্য রহিম বাদশা ( মোটর সাইকেল মার্কা) একত্রিত হয়ে রাজারহাট সদর বাজারে নৌকা হটাও মিছিল শেষে রাজারহাট হাসপাতাল রোডে মেকুরটারিস্ত এনামুল হক চেয়ারম্যানের ” চেয়ারম্যান বাড়ি ” নামক বাড়িতে হামলা চালিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত নৌকা ভাংচুর এবং বাড়ি ঘরে ইট পাটকেল দিয়ে ঢিল ছোঁড়ে জানালার গ্লাস ভাংচুর করে । পরে এলাকার লোকজন এসে পরিস্থিতি সামাল দেয় এসময় কারো হতাহতের খবর পাওয়া যায়নি। এবিষয়ে রাজারহাট থানার এনামুল চেয়ারম্যান বাদি হয়ে একটি লিখিত এজাহার দায়ের করার খবর পাওয়া গেছে ।
Leave a Reply