পঞ্চম ধাপে আসন্ন ৫ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নে আ’লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শাহাদৎ হোসেন মনোনয়ন দাখিল করেন।
আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের চেয়ারম্যান পদ প্রার্থী আওয়ামী লীগ নেতা সমাজসেবক শাহাদৎ হোসেন নির্বাচনী মিছিল ও শোডাউনের মাধ্যমে মনোনয়ন পত্র দাখিল করেন।
এসময় ঝিনাইগাতী সদর ইউপি নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থী শাহাদৎ হোসেনের সাথে দলিয় নেতৃবৃন্দ,কর্মি, সমর্থক ও এলাকার ভোটারগণ উপস্থিত ছিলেন।
আওয়ামীলীগ মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থী শাহাদৎ হোসেন সাংবাদিককে জানান, দল,মত নির্বিশেষে আমাকে নির্বাচিত করলে অত্র ইউনিয়নকে একটি আধুনিক ইউনিয়নে রূপান্তরিত করা সহ মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়তে চাই। আমি পাশ করলে এলাকার উন্নয়ন ও জনসেবায় নিজেকে নিয়োজিত রাখব ইনশাআল্লাহ।
Leave a Reply