কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৯ ডিসেম্বর বৃহঃবার “নারী নির্যাতন বন্ধ করি কমলা রঙের বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেগম রোকেয়া দিবস পালন করেছে উপজেলা প্রশাসন। দিবসটি উপলক্ষ্যে বিকাল সাড়ে ৩ টায় উপজেলা পরিষদ হলরুমে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন। আরও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, মহিলা ভাইস চেয়ারমান জান্নাতি বেগম, প্রাথমিক শিক্ষা অফিসার এরশাদুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট প্রমূখ।
সভার শেষে উপজেলার শ্রেষ্ঠ ৫ জন জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন নার্গিস আক্তার, রাবেয়া বেগম, জোসনা বেগম, রোমানা বেগম ও হামিদা খাতুন।
Leave a Reply