আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের নৌকার চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন মোঃ আব্দুস ছালাম।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বেলা ৩ টার দিকে রাজারহাট উপজেলা নির্বাচন কার্যালয়ে নৌকার চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দেন তিনি। এসময় বিভিন্ন এলাকাবাসী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
এসময় তিনি বলেন,আমার ইউনিয়নের গনমানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। আশা করি চাকিরপশার ইউনিয়নের জনগন আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে। এই প্রত্যাশা করে তিনি চাকিরপশার সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন প্রার্থনা করেছেন।
উল্লেখ্য-চতুর্থ ধাপে রাজারহাট উপজেলার ৭ ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২৬ শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে। তারই ধারাবাহিকতায় নৌকার চেয়ারম্যান পদে মোঃ আব্দুস ছালাম মনোনয়ন ফরম জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন,আওয়ামীলীগের রাজারহাট উপজেলা শাখার সভাপতি মোঃ শাহের উদ্দিন ধনী।
Leave a Reply