গত ১১ নভেম্বর/২০২১ খ্রীঃ অনুষ্ঠিত বারহাট্টা উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যানগণ হলেন- ১নং বাউসী ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী শামুসুল হক (প্রথম বারের মত), ২নং সাহতা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান চঞ্চল (প্রথম বারের মত), ৩নং বারহাট্টা সদর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী কাজী সাখাওয়াত হোসেন সবচেয়ে বেশিবার (পর পর তৃতীয় বারের মত) জনপ্রিয়তার শীর্ষে যার অবস্থান । ৪নং আসমা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী শফিকুল ইসলাম খান ছন্দু
(প্রথম বারের মত), ৫নং চিরাম ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী সাইদুর রহমান খান (প্রথম বারের মত), ৬নং সিংধা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নাসিম তালুকদার
(প্রথম বারের মত) এবং ৭নং বায়পুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী জনপ্রিয় আতিকুর রহমান রাজু (পর পর দুইবার) বিজয়ী হয়েছেন।
সকল বিজয়ী চেয়ারম্যান মহোদয়দের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি ।
Leave a Reply