1. admin@channel21tv.com : channel21tv.com :
রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৬:৩২ পূর্বাহ্ন

খাবার হোটেলে খোলা লবণ ব্যবহার এবং গবাদিপশুর খাদ্যে পাত্র না দিয়ে ভেজা ও স্যাঁত স্যাঁতে স্থানে খাদ্য সংরক্ষণ করে রাখা।

মেহেদী হাসান উজ্জ্বল, গাইবান্ধা
  • আপডেট সময় : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ২৩৬ বার পঠিত

এছাড়াও  দোকানে খাদ্যের মূল্য তালিকা না থাকায় রংপুর মহানগরীর নজিরহাট ও বাসটার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানের সাত হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।গতকাল সোমবার বিকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় অফিসের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম এই তিন প্রতিষ্ঠানের জরিমানা আদায় করেন।অভিযানে রংপুর মেট্রোপলিটন পুলিশ ও ক্যাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় অফিসের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম জানান,দীর্ঘদিন থেকে রংপুর মহানগরীর নজিরেরহাট এবং বাসটার্মিনাল এলাকায় পশু খাদ্যের দোকানে এবং খাবার হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খোলা লবণ ব্যবহার করা হচ্ছে।তিনি আরও জানান,অনেক দোকানে খাবারের মূল্য তালিকা সাঁটানো হয়নি। এতে করে ভোক্তাগণ প্রতারিত হচ্ছে। এক পর্যায়ে এক ভোক্তার অভিযোগের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। দোকান গুলো হচ্ছে বাসটার্মিনাল বাজার এলাকার মাহিন মেডিসিন অ্যান্ড ফিড্স কর্নার ও এসিআই গোদরেজ এগ্রোভেট প্রাইভেট লিঃ এবং নজিরের একটি খাবারের হোটেল।পরবর্তীতে মেট্রোপলিটন পুলিশ এবং ক্যাবের সদস্যদের উপস্থিতিতে তিন দোকানে সাত হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
  • © All rights reserved © 2022 Channel21tv.Com
Design & Development By Hostitbd.Com