1. admin@channel21tv.com : channel21tv.com :
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০২:১২ পূর্বাহ্ন

নির্বাচিত হয়ে নারীদের এগিয়ে নিতে চান দাসিয়ারছড়ার তানিয়া।

মিলন হক, ফুলবাড়ি(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ 
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ২৮৮ বার পঠিত
কিছুদিন আগেও নাগরিক অধিকার বঞ্চিত ছিল ছিটমহলবাসী। বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময়ের মাধ্যমে নাগরিকত্ব পায় এখানকার অধিবাসীরা। গড়ে ওঠে রাস্তাঘাট, ব্রিজ, হাটবাজার,  স্কুল, কলেজ, মসজিদ, মন্দির। অধিবাসীদের মাঝে পৌছে যায় বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ বিভিন্ন সরকারি সেবা। বদলে যায় এখানের মানুষের জীবনযাত্রা। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তারা দ্বিতীয়বারের জন্য প্রয়োগ করবে ভোটাধিকার। এরই মধ্যে গড়ে উঠছে নারী নেতৃত্ব। ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে ছিটমহলের প্রথম নারী হিসেবে প্রতিদ্বন্দীতা করছেন দাসিয়ারছড়ার আজগর আলীর পুত্রবধু তানিয়া বেগম।
তিনি ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে এবারের নির্বাচনে অংশ নিয়েছেন । নির্বাচনী এলাকার বাড়ি বাড়ি গিয়ে সকলের সাথে কথা বলছেন এবং ভোটারদের কাছে ভোট ও দোয়া চাচ্ছেন। তানিয়া বেগম বলেন, আমি বিএসএস পাশ করেছি। সাবেক ছিটমহল দাসিয়ারছড়ার তিনবারের চেয়ারম্যান আজগর আলীর কনিষ্ঠ পুত্রবধু আমি। আমার পরিবারের লোকজন ও এলাকাবাসীর সিদ্ধান্তে নির্বাচনে অংশ নিয়েছি। এলাকার লোকজনকে সঙ্গে নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছি। আমি নির্বাচিত হলে দাসিয়ারছড়ার মেয়েদের সকল ক্ষেত্রে এগিয়ে যেতে উৎসাহিত করে যাব। মেয়েদের মধ্যেও যেন নেতৃত্বের বিকাশ ঘটে এজন্য কাজ করে যাব। নির্বাচিত হলে সকল সরকারি সেবা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিব। এলাকার সর্বস্তরের জনগণ আমাকে যে ভাবে উৎসাহ দিচ্ছেন, ভোটের প্রতিশ্রুতি দিচ্ছেন তাতে আমি জয়ী হতে পারবো ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
  • © All rights reserved © 2022 Channel21tv.Com
Design & Development By Hostitbd.Com