কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১৫ নভেম্বর সোমবার বিকাল ৪ টায় আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
ফুলবাড়ী ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস। প্রধান অতিথী ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।
বিশেষ অতিথী ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কল্লল কুমার দত্ত, জেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম রাকিব।
আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বিমল চাকমা, উপজেলা নির্বাচন অফিসার মমিনুর আলম, ৩টি ইউনিয়নের রিটার্ণিং অফিসারের দায়িত্ব প্রাপ্ত প্রাণি সম্পদ কর্মকর্তা কৃষ্ণ মোহন হালদার, ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায়।
সভায় উপজেলার ৬ টি ইউনিয়নের বিভিন্ন পদের প্রার্থীরা অংশগ্রহণ করে। প্রধান অতিথীর বক্তব্যে জেলা প্রশাসক রেজাউল করিম সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন। নির্বাচনী আচরণ বিধি লংঘন এবং যে কোন ধরণের সহিংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
Leave a Reply