“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে ৫০তম জাতীয় সমবায় দিবস ২০২১ উদযাপিত হয়েছে। ৬ নভেম্বর শনিবার জাতীয় সমবায় দিবস ২০২১ উপলক্ষে শেরপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এক বর্ণাঢ্য সমবায় র্যালির আয়োজন করা হয়। উক্ত সমবায় র্যালির শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক, এমপি মহোদয়। শেরপুর সদর উপজেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ ও সদস্যদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেরপুর জেলা শিল্পকলা একাডেমী চত্বরে গিয়ে শেষ হয়।
পরে জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার, শেরপুর এর প্রতিনিধি হয়ে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ আবু বকর সিদ্দিক মহোদয়।
Leave a Reply