আসন্ন ৩ নং বাজিতখিলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী মোহাম্মদ আলীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ অক্টোবর সোমবার রাত ৮ টায় শেরপুর সদর উপজেলার ৩ নং বাজিতখিলা ইউনিয়নের বাজিতখিলা বাজার পাচ রাস্তা মোড়ে এই নির্বাচনী পথ অনুষ্ঠিত হয়।
উক্ত পথ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ ৩ নং বাজিতখিলা ইউনিয়ন শাখার ৮ নং ওয়ার্ডের সভাপতি মোঃ আকাবর আলী।
উক্ত অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ৩ নং বাজিতখিলা ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ শাজাহান আলী।
নির্বাচনী পথ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ শেরপুর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রফিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ শেরপুর জেলা শাখার সহ-সভাপতি এ্যাডভোকেট মোসাদ্দেক ফেরদৌস, শেরপুর পৌর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, ৩ নং বাজিতখিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক সহ জেলা, সদর, শহর, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply