টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার ঘারিন্দা ইউনিয়নের হাতিলা রেলক্রসিং এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে এতে ঘটনাস্থলেই মা সারামনি (২৫) ও তার আড়াই বছরের ছেলে আব্দুর রহমান আইয়ান মৃত্যু বরন করেন,নিহত সারামনির স্বামী আজগর আলী ও তার পাঁচ বছরের ছেলে আবদুল্লাহ আহত হয়। প্রত্যক্ষদর্শিরা জানায় সারামনি ও আজগর আলী বাসাইল উপজেলার ময়থা উত্তর পাড়া এলাকার বাসিন্দা, সম্প্রতি তারা করটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় বাস করেন। হাতিলা এলাকায় মোটরসাইকেল যোগে আজগর আলী ও তার স্ত্রী সারামনি দুই ছেলেকে নিয়ে বেড়াতে যান সেখান থেকে ফেরার পথে হাতিলা রেলক্রসিং পার হওয়ার সময় কুড়িগ্রাম এক্সপ্রেস এসে তাদেরকে ধাক্কা দিলে আজগর আলী ছিটকে পরে এবং সারামনি ও তার ছোট ছেলে ট্রেনে কাটা পরে নিহত হয়। ঘারিন্দা রেলওয়ে ষ্টেশন মাষ্টার জনাব সোহেল খান জানান আজ ২২ অক্টোবর ২০২১ শুক্রবার সন্ধা সারে সাতটার সময় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে কাটা পরে নিহত হয় মা ও ছেলে এবং আহত হয় পিতা ও পুত্র। আহত আজগর আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরন করা হয়।
Leave a Reply