সোহেল রানা,কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন পালিত হয়েছে। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন আজ।
১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পাননি বঙ্গবন্ধুর এই শিশুপুত্র শেখ রাসেল। সেদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে নরপিশাচরা নিষ্ঠুরভাবে তাকেও হত্যা করে।
সোমবার (১৮ অক্টোবর) সকাল ১০টার সময় উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিমের সভাপতিত্বে অফির্সাস ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়
এ সময় বক্তব্য রাখেন,
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি,
এ সময় উপস্থিত ছিলেন,
উপজেলা ভাইস চেয়ারম্যান আশিকুর ইসলাম মন্ডল সাবু,মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন বেগম ফাতেমা,সহকারী কমিশনার (ভুমি) আকলিমা বেগম,
কৃষি কর্মকর্তা সম্পা আক্তার,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজীবুল করিম,
প্রাণি সম্পদ কর্মকর্তা জোবাইদুল কবীর,জেলা পরিষদের সদস্য আব্দুস ছালাম,রাজারহাট থানার ওসি মোঃ রাজু সরকার,
সাংবাদিক সোহেল রানা প্রমূখ সহ সাংবাদিক সূধিজন ও আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।
Leave a Reply