টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার সোনালিয়া রেলক্রসিং এলাকায় আজ শনিবার ১৬ অক্টবর ২০২১, বিকাল সারে তিনটার দিকে শরিফুল ইসলাম (২৮) নামের এক প্রবাসী রেল লাইনে ঝাঁপদিয়ে আত্মহত্যা করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায় শরিফুল ইসলাম ৬ মাস আগে সিঙ্গাপুর থেকে দেশে আসেন এবং আড়াই মাস আগে উপজেলার নাইক্যানবাড়ি এলাকার বিয়ে করেন। গতকাল শুক্রবার স্বস্ত্রীক শ্বশুরবসড়ি বেড়াতে যান কিন্ত আজ সকালে জরুরি কাজের কথাবলে বাড়ি থেকে বের হয়ে আসেন। প্রত্যক্ষদর্শিরা জানান শরিফুল সেই এলাকার মসজিদে নামাজ আদায় করেন এবং দীর্ঘ সময় রেল লাইনে বসে থাকেন বিকাল সারে তিনটার সময় ঢাকা থেকে ছেরে আসা রাজশাহীগামী বনলতা ট্রেন আসতে দেখেই লাইনে ঝাপিয়ে পরেন ফলে চলন্ত টেনে কাটাপরে ঘটনাস্থলেই মারা যান শরিফুল ইসলাম। ঘারিন্দা রেলওয়ে পুলিশফাড়ি ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে যাই এবং আইনি প্রকৃয়া শেষে লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়। শরিফুল ইসলাম সখিপুর উপজলার দেওপাড়া চাকলা এলাকার আলাল উদ্দিনের ছেলে।
Leave a Reply