1. admin@channel21tv.com : channel21tv.com :
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪০ অপরাহ্ন

বাংলাদেশে মোবাইল থ্রিজি-ফোরজি ইন্টারনেট সেবা চালু

ঢাকা জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১
  • ২৪৮ বার পঠিত
20461557 - 3g and 4g icon

মোবাইল ফোনে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট প্রায় ১১ ঘণ্টা পর ফের চালু হয়েছে। শুক্রবার (১৫ অক্টোবর) বিকেল ৪টার পর থ্রিজি ও ফোরজি ইন্টারনেট চালু হওয়ার খবর পাওয়া গেছে।

 

 

শুক্রবার (১৫ অক্টোবর) আনুমানিক ভোর ৫টা থেকে দেশেব্যাপী মুঠোফোনে থ্রিজি ও ফোরজি ইন্টারনেটসেবা বন্ধ ছিল।

প্রথমে কুমিল্লায় দ্রুতগতির মোবাইল ইন্টারনেট বন্ধ হয়ে যায়। এরপর আরও পাঁচটি জেলায় ধাপে ধাপে ইন্টারনেট বন্ধ হয় বলে অপারেটর সূত্রে জানা গিয়েছিল। দ্রুতগতির ইন্টারনেট সেবা বন্ধ করা জেলাগুলো হলো কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী ও চাঁদপুর।

 

 

এর আগে শুক্রবার সকালে শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন এক বিবৃতিতে উল্লেখ করে, ‘অনিবার্য কারণবশত আমাদের ফোরজি ও থ্রিজি সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফোরজি ও থ্রিজি সেবা ফিরিয়ে আনতে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কাজ করছি। সাময়িক এই অসুবিধার জন্য আমরা দুঃখিত।’

সে সময় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছিল, কারিগরি ত্রুটির কারণে দেশের সব মোবাইল অপারেটরের ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে।

তবে সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট নিরবচ্ছিন্নভাবে চালু রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
  • © All rights reserved © 2022 Channel21tv.Com
Design & Development By Hostitbd.Com