1. admin@channel21tv.com : channel21tv.com :
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০২:১৬ অপরাহ্ন

রাঙ্গামাটি বাঘাইছড়িতে বোধিপুর বন বিহারে ২১ তম কঠিন চীবর দান সম্পন্ন

রুপক চাকমা, রাঙ্গামাটি
  • আপডেট সময় : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ৩৪২ বার পঠিত

রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলি বোধিপুর বন বিহারে গতকাল ৩১ অক্টোবর (সোমবার বোধিপুর বন বিহারে ২১তম দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।

৩০অক্টোবর বরিবার সন্ধ্যায় শুরু হওয়া দুদিন ব্যাপী এ দান উৎসব সোমবার সমাপ্ত হয়। তুলা থেকে সুতা তৈরি করে ২৪ ঘন্টার মধ্যে কোমর তাঁতের মাধ্যমে বুনা চীবর শুত্রুবার বিকালে বোধিপুর বন বিহারের বিহার অধ্যক্ষ শুভো বক্তন ভান্তের হাতে তুলে দেন বোধিপুর বন বিহার পরিচালনা কমিটির জ্ঞান জোতি চাকমা চেয়ারম্যান বঙ্গলতলি ইউনিয়ন পরিষদ।

ধর্মসভার শুরুতে উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে অনুষ্টান শুরু হয়। আগে বুদ্ধমূ্তি দান, সংঘ দান, অষ্টপরিষ্কার দান, কঠিন চীবর দান, কল্পতরু দান, আকাশ প্রদীপ দান, হাজার প্রদীপ দান ও নানাবিধ দান সহ দেশ ও সকল প্রাণীর মঙ্গলার্থে বিশেষ ভাবনা করা হয়।

উল্লেখ যে,বুদ্ধ ভিক্ষুরা তিন মাস বর্ষাবাস (নির্দিষ্ট একটি বিহারে অবস্থান) পালন শেষে প্রবারণা পূর্ণিমা মাধ্যমে পর পর থেকেই শুরু হয় মাস ব্যাপী কঠিন চীবর দান উৎসব।

অনুষ্টানে ধর্ম দেশনা প্রদান করেন প্রিয় নন্দ ভান্তে, শুভ বক্তন ভান্তে দিঘীনালা সাধনাটিলা বন বিহার, সত্যমুতি ভান্তে অজল চুক বন বিহার, কৃপারত্ন ভান্তে বনানি বন বিহার সাজেক,

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
  • © All rights reserved © 2022 Channel21tv.Com
Design & Development By Hostitbd.Com