“শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৯টায় ঝিনাইগাতী উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে মালিঝিকান্দা সরকারী আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শহিদুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল, উপজেলা শিক্ষা অফিসার নুরুন নবী, একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান তালুকদার, ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ আকন্দ, ভারুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল করিম, হাজী অছিমদ্দিন আমরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা ফেরদৌসী বেগম বিউটি, ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক রোস্তম আলীসহ অন্যান্য শিক্ষকগণ। র্যালি ও আলোচনা সভায় ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন কলেজ, মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ অংশগ্রহণ করেন। আলোচনা সভায় জাতীয় শিক্ষক দিবস ঘোষণা করায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়। এছাড়াও শিক্ষকদের মান উন্নয়ন, ঘরে ঘরে শিক্ষার আলো পৌছে দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।
Leave a Reply