1. admin@channel21tv.com : channel21tv.com :
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০২:৫৩ অপরাহ্ন

প্রতিনিধি নিয়োগ দিচ্ছে চ্যানেল একুশ টিভি

সম্পাদক চ্যানেল একুশ টিভি
  • আপডেট সময় : বুধবার, ২৫ মে, ২০২২
  • ৮৭৯ বার পঠিত

দেশের জনপ্রিয় অনলাইন ভিত্তিক গণমাধ্যম channel-21 টেলিভিশনে প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে । দেশের প্রতিটি জেলা, উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজে সাংবাদিক নিয়োগ চলছে। আপনি যদি সৎ ও কর্মঠ হোন, সমাজ কল্যানে আগ্রহী হোন,গনমাধ্যমে কাজ করতে যদি আগ্রহী হোন তবে আবেদন করতে পারেন।২৫/০৬/২০২২ তারিখের মধ্যে ইমেইলে সিভি পাঠাতে হবেl

শর্তসমূহঃ
১.একজন প্রকৃত দেশপ্রেমিক হতে হবে।
২. কর্মরত জেলা ও উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
৩. সংবাদ সংগ্রহে অফিসের নির্দেশে বিভিন্ন জায়গায় ভ্রমনের মানসিকতা থাকতে হবে ও ঘটনার স্থান থেকে তথ্য প্রমাণ সংগ্রহ করে নিউজ পাঠাতে হবে।
৪. ঘটনার সাথে সাথেই নিউজ করে সবার আগে পাঠাতে হবে।
৫. কপি নিউজ ও বাসি নিউজ করা যাবে না।
৬. সাংবাদিকতা পেশাকে পুজি করে চাঁদাবাজী করা যাবেনা।
৭. সরাসরি ক্যামেরার সামনে কথা বলার মানসিকতা থাকতে হবে।
৮. নিয়মিত উন্নয়ন ও সামাজিক মূলক ভিডিও নিউজ পাঠাতে হবে। প্রতি মাসে কমপক্ষে ২ টি ভিডিও নিউজ পাঠাতে হবে।
৯. উপজেলা সংবাদদাতা’কে মাসিক চার টি বিজ্ঞাপন সংগ্রহ করতে হবে (বাধ্যতামূলক)
১০. আগামী ১ মাস আপনার নিউজের কোয়ালিটি যাচাই পূর্বক আপনাকে স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পত্র প্রদান করা হবে।
১১. রাষ্ট্রদ্রোহী ও স্বাধীনতা বিরোধি নিউজ করা যাবে না।
১২. অনৈতিক ও রাষ্ট্রদ্রোহী কর্মের সাথে যুক্ত থাকা যাবেনা।
১৩. সংবাদ প্রকাশে নিরোপেক্ষ হতে হবে।

Video Playing

যোগ্যতাসমূহঃ
১. সর্বনিম্ন উচ্চ মাধ্যমিক পাস হতে হবে।
২. উপস্থিত বুদ্ধিমত্তার অধিকারী হতে হবে।
৩ . সৃজনশীল লেখালেখিতে যথেষ্ট দক্ষতা থাকতে হবে।
৪. মিশুক মনের অধিকারী হতে হবে।
৫. চালাক ও সাহসী হতে হবে।
৬.পুরুষ / মহিলা উভয়েই আবেদন করতে পারবেন।
৭. নেশা ও মাদক মুক্ত হতে হবে।
৮. সমাজের অবহেলিত নিপিড়ীত মানুষের পাশে থেকে সহায়তা করতে হবে।
৯. সাংবাদিকতা পেশাকে অর্থের কাছে বিক্রি করা যাবে না।
১০. নিউজ এর পাশাপাশি চ্যানেলের আয়ের উৎস বিজ্ঞাপন সংগ্রহে মনোযোগী হতে হবে।

সুযোগ সুবিধাঃ
১. সংবাদকর্মী নিজে কোন কঠিন বিপদ আপদে আক্রান্ত হলে channel-21 টিভি আর্থিক সাহায্যে এগিয়ে আসবে ( বাধ্যতামূলক আইডি কার্ড থাকতে হবে)।
২. পেশাগত দায়িত্ব পালনে কোন আইনি জটিলতায় আক্রান্ত হলে সংবাদকর্মীকে channel-21 টিভি থেকে আইনি সহায়তা প্রদান করা হবে ( বাধ্যতামূলক আইডি কার্ড থাকতে হবে)।
৩. পেশাগত দায়িত্ব পালনের সময় ক্যামেরা ভাংচুর বা হামলার শিকার হলে channel-21 টিভি পাশে দাঁড়াবে ( বাধ্যতামূলক আইডি কার্ড থাকতে হবে)।
৪. Channel-21 টিভির লোগো সহ প্রতিবছর একটি টিশার্ট দেওয়া হবে।
৫. মাসিক কোন বেতন দেওয়া হবে না, তবে প্রতিনিধি কতৃক পাঠানো বিজ্ঞাপনের 90% প্রদান করা হবে।
৬. প্রতি বছর বিভিন্ন ক্যাটাগরিতে সেরা প্রতিনিধিকে পুরস্কৃত করা হবে।

নিয়োগ প্রক্রিয়াঃ

আগ্রহী প্রার্থীগণ জীবন বৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ১কপি ছবি ও শিক্ষাগত যোগ্যতার সনদপত্রসহ ই-মেইলে  ২৫/০৬/২০২২ তারিখের মধ্যে পাঠাতে পারেন।
পাঠানো আবেদন যাচাই বাছাই করে কেবল যোগ্যদের সাথে যোগাযোগ করা হবে।

# আইডি কার্ড/পরিচয় পত্র (বাধ্যতামূলক)
# বোম মাইক্রোফোন
# টি-শার্ট
# লোগো বাইক / মোবাইল স্টিকার।

আবেদন পাঠাবেন নিচের এই ঠিকানায়:
নাম্বারঃ 01912412070
ই-মেইলঃ channel21tv.bd@gmail.com
সম্পাদক এর ফেসবুক লিংকঃ https://www.facebook.com/profile.php?id=100055437005736

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
  • © All rights reserved © 2022 Channel21tv.Com
Design & Development By Hostitbd.Com