ঈদ এলো
রিপন গুণ
বছর ঘুরে, নতুন আমেজে
একমাস সিয়াম সাধনার পর
একরাশ স্নিগ্ধতায় মিশে-
আকাশের বুকে ফুটেছে ঝলমলে
এক ফাঁলি চাঁদ।
মায়াবী চাঁদের ঝলকানিতে
আনন্দের জোয়ারে ভেসে-
ঈদ এল খুশির বারতা নিয়ে।
হাসি-খুশি থাকবো সবাই
সকল ভেদাভেদ ভুলে,
খুশির জোয়ারে ভাসবো এবার
সবাই মিলেমিশে ।
মান অভিমান আছে যতো
সব যাবো ভুলে-
এক কাতারে- নামাজ পরবো সবাই মিলেমিশে,
নামাজ শেষে করবো কোলাকোলি
পুরানো সব দ্বন্দ্ব- ফেসাদ যাব সব ভুলি।
ঘরে ঘরে হরেক আয়োজন
পিঠা. পায়েস, ফিন্নি-সরমাই আরো কতো কি !
আত্মীয়-স্বজনের আগমন, চলবে হরদম
আদর-আপ্যায়নের খুশিতে ভরে যবে মন ।
খোকা-খুকুর গায়ে বাহারি রঙের পোষাক
মন পাখি মেলেছে ডানা,
চারিদিকে ছুটাছুটি নেইকো কোন মানা।
ঈদ তুমি প্রেরণা, আনন্দের জোয়ারে ভাসা
তুমি এসে, ভুলিয়ে দাও,
হৃদয় কোনে জমানো সকল দুঃখ-বেদনা ।
লেখনীতে : রিপন গুণ
Leave a Reply