1. admin@channel21tv.com : channel21tv.com :
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১০:৩৪ পূর্বাহ্ন

নেত্রকোনায় বোরো ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন:

রিপন কান্তি গুণ, নেত্রকোনা, বারহাট্টা প্রতিনিধি
  • আপডেট সময় : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ১৬১ বার পঠিত

নেত্রকোনায় অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রম-২০২২ এর  আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সংগ্রহ অভিযান অনুষ্ঠান  উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনা জেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তরের উদ্যোগে, সদর উপজেলার উকিলপাড়া খাদ্য গুদাম প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমানের সভাপতিত্বে সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম ফজলে রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকোনা জেলা প্রশাসক কাজি আবদুর রহমান, নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার, জেলা চালকল মালিক সমিতির সভাপতি এইচ আর খান পাঠান সাখি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান মানিক, সম্পাদক হাফিজুর রহমান খান ও জেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুস শহীদসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং কৃষকরা।

জেলা খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমান জানান, এবছর জেলায় বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৪ হাজার ৪শ ৮৪ মেট্রিকটন। সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করতে ইতোমধ্যেই বিভিন্ন উপজেলায় ব্যাপক প্রচার প্রচারণাসহ নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। প্রতি কেজি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৭ টাকা।

রিপন কান্তি গুণ

নেত্রকোনা, বারহাট্টা প্রতিনিধি;

মোবাইল : 01723-632594

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
  • © All rights reserved © 2022 Channel21tv.Com
Design & Development By Hostitbd.Com