ভূমিহীন ও গৃহহীনদের আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় এবার তৃতীয় পর্যায়ে লক্ষ্মীপুর কমলনগরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর ২০৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঈদ উপহার হিসেবে দেয়া হয়েছে জমিসহ স্বপ্নের এসব ঘর।
সোমবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ৩য় পর্যায়ে প্রধানমন্ত্রীর এবারের ঈদ উপহার হিসেবে কমলনগরসহ সারাদেশে ৩২ হাজার ৯০৪টি ঘর প্রধানমন্ত্রীার কার্যালয় থেকে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে কমলনগর উপজেলায় ২০৪ টি ঘর হস্তান্তর করা হয়। প্রত্যেকটি ঘরে বিদ্যুৎ, রাস্তা, স্যানেটারি ল্যাট্রিন ও পানিসহ সকল সুবিধার ব্যবস্থা করা হয়েছে।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি ) মেহের নিগার,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার সফিক উদ্দিন,কমলনগর থানা ওসি তদন্ত মেলকাম সিলভিয়া, উপজেলা আওয়ালীগ সভাপতি এ কে এম নুরুল আমিন মাষ্টার।
কমলনগর উপজেলা সহকারী কমিশনার ( ভূৃমি) পূদম পুস্প চাকমা সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন পল্লি নিউজ সম্পাদক ওয়াজি উল্ল্যাহ জুয়েল, কমলনগর প্রেসক্লাব সম্পাদক এ আই তারেক, রিপোর্টার্স ক্লাব সভাপতি ইসমাইল হোসাইন বিপ্লব প্রমুখ।
এসময় সুফলভোগি পরিবারদের মাঝে ভূমি দলিলপত্র ও ঘরের চাবি বিতরণ করেন উপজেলা প্রশাসন।
Leave a Reply