নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় চলমান জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে এক অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছ। সোমবার দুপুর সাড়ে ১২ টা থেকে সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানেন অর্থায়নে সাভিল সার্জন এই কর্মশালার আয়োজন করে।
সিভিল সার্জন ডাক্তার আবু হেনা মোহাম্মদ রায়হানুজ্জামান সরকার আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন।
একটি সুস্থ্য জাতি গঠনে বিভিন্ন বয়স ভিত্তিক পুষ্টির চাহিদা এবং তা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করে আলোচনা করেন নওগাঁ হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার জাহিদ নজরুল চৌধুরী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মো: কায়েস উদ্দিন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো: রফিকুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মো: রফিকুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মুনির আলী আকন্দ এবং ডাক্তার আশীষ কুমার সরকার আলোচনা করেন।
কর্মশালয় বিভন্ন বিভাগের সরকারী কর্মকর্তা, জন প্রতিনিধি, সাংবাদিক এবং চিকিৎসকবৃন্দ অংশগ্রহণ করেন।#
একেএম কামাল উদ্দিন টগর
নওগাঁ জেলা প্রডিতনিধি
মোবাঃ-01749567314
Leave a Reply