1. admin@channel21tv.com : channel21tv.com :
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৬:৫১ পূর্বাহ্ন

মুজিববর্ষে“ বাংলাদেশের একজন মানুষ ও গৃহহীন থাকবেনা” প্রধানমন্ত্রীর এ নির্দেশনায়

এ কে এম কামাল উদ্দিন নগর নওগাঁ
  • আপডেট সময় : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ১৬০ বার পঠিত

তৃতীয় পর্যায়ে ঈদ উপহার হিসেবে নওগাঁ জেলায় পাঁচশত চল্লিশটি পরিবারপাচ্ছে জমি সহ তৈরি বাড়ি।
মুজিববর্ষে“ বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা।“ প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের অংশ হিসেবে কর্মসূচির তৃতীয় পর্যায়ে নওগাঁ জেলায় ছয়শত দশ পরিবারের অনুকূলে গৃহ নির্মাণের বরাদ্ধ দেয়া হয়েছে।বরাদ্ধকৃত গৃহ নির্মাণের আওতায় ইতিমধ্যে পাঁচ শত চল্লিশটি গৃহ নির্মাণ সম্পন্ন হয়েছে। বাঁকী সত্তরটি’র নির্মাণ কাজ চলছে। রবিবার সকাল সাড়ে দশটায় নওগাঁ.র জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান তাঁর সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সন্মেলনে এই তথ্য প্রদান করেছেন। তিনি বলেছেন তৃতীয় পর্যায়ে আরও মজবুত ভিত্তি ও আরও গুনগত মান সম্পন্ন বাড়ি নির্মাণ করা হয়েছে। প্রতিটি বাড়ি নিমাণ বাবদ এক লাখ একাত্তর হাজার টাকা থেকে বৃদ্ধি করে এই পর্যায়ে দুই লাখ উনষাইট হাজার করা হয়েছে। তিনি আরও জানান মাননীয় প্রধানমন্ত্রীশেখ হাসিনা আগামী 26 এপ্রিল সারাদেশে একযোগে তৃতীয় পর্যায়ের জমির দলিল ও নির্মাণকৃত গৃহ সমূহের চাবি প্রদান কর্মসূচির উদ্বোধন করবেণ।জেলা প্রশাসক জানিয়েছেন ঐদিন নওগাঁ জেলার মোট পাঁচ শত চল্লিশ টি গৃহের জমির দলিল এবং চাবি হস্তান্তর করা হবে। এর মধ্যে ধামইর হাট উপজেলায় বিয়াল্লিশ টি, নওগাঁ সদর উপজেলায় ষাইটটি, আত্রাই উপজেলায় বত্রিশটি,বদলগাছি উপজেলায় ছয় চল্লিশচি,রাণীনগর উপজেরায় এক চল্লিশটি,পত্নীতলা উপজেলায় একাশিটি,মান্দা উপজেলায় বাহান্নটি, মহাদেবপুর উপজেলায় বাহান্নটি,নিয়ামতপুর উপজেলায় পঁচান্নটি, পোরশা উপজেলায় চঁয়ত্রিশ টি এবং সাপাহার উপজেলায় পঁয়তাল্লিশ
টি। জেলা প্রশাসক জানান মুজিববর্ষে পবিত্র ঈদ-উল-ফিতর উলক্ষ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে এই পর্যায়ে এসব ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে জমিসহ গৃহ নির্মাণ করে দেয়া হয়েছে। উল্লেখ্য এই কার্যক্রমের আওতায় নওগাঁ জেলায় প্রথম পর্যায়ে এক হাজার ছাপান্নটি এবং দ্বিতীয় পর্যায়ে পাঁচ শত দুইটি সহ মোট এক হাজার পাঁচ শত আটান্নটি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পূনসাসন করা হয়েছে#
একেএম কামাল উদ্দিন টগর
নওগাঁ জেলা প্রতিনিধি
মোবাঃ-01749567314
|

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
  • © All rights reserved © 2022 Channel21tv.Com
Design & Development By Hostitbd.Com