ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে নবগঠিত উপজেলা প্রেসক্লাব মনিরামপুরের পক্ষ থেকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে আলোচনা সভা চলাকালীন এই ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। এই সময় আরো উপস্থিত ছিলেন, মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের বারবার নির্বাচিত সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, উপজেলা যুবলীগের সংগ্রামী আহ্বায়ক ও ভাইস-চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বশির আহমেদ খান,মহিলা ভাইস চেয়ারম্যান জলি আক্তার।
উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- সভাপতি- এসএম লুৎফর রহমান, সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবির, সহ সভাপতি রবিউল ইসলাম রবি, সাধারণ সম্পাদক সুমন চক্রবর্তী,যুগ্ম সাধারণ সম্পাদক জিএম টিপু সুলতান, সাংগঠনিক সম্পাদক তারক দেবনাথ, সহ-সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেন টিটু, এইচএম বাবুল আক্তার, প্রচার সম্পাদক আতিয়ার রহমান, সহ প্রচার সম্পাদক ওয়াদুদ হোসেন,অর্থ সম্পাদক সাথী চক্রবর্তী, দপ্তর সম্পাদক রাসেল হোসাইন,আইটি সম্পাদক মিজানুর রহমান মিজান,নির্বাহী সদস্য মেহেদি হাসান, হুমায়ুন কবির সবুজ,মো: জাহিদ হাসান প্রমুখ।
Leave a Reply