জামালপুরের বকশিগঞ্জ উপজেলার ২নং বগারচর ইউনিয়নে মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ৩ মার্চ বিকাল ৫ টায় বগারচর ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত ৬নং ওয়ার্ডের টাংগারি পাড়ায় পাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। মহান স্বাধীনতার সুবর্ণ জয়েন্তী উদযাপন উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত চেয়ারম্যান জনাব মোঃ মাসুম আহাম্মেদ প্রামাণিক। এ সময় আরও উপস্থিত ছিলেন নির্বাচিত মেম্বারগণ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বগারচর ইউনিয়নের বীর মুক্তিযুদ্ধা গণ ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে উক্ত অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্বগাঁথা মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে আলোচনা করেন নব নির্বাচিত চেয়ারম্যান জনাব মোঃ মোসাদ্দেকুর রহমান মাসুম ও অন্যান্য অতিথি বৃন্দ। আলোচনা সভা শেষ বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Leave a Reply