1. admin@channel21tv.com : channel21tv.com :
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১০:৪৬ পূর্বাহ্ন

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী )কলকাতা জেলা সিপিআইএম, 25 তম সম্মেলন

রিপোর্টার কলকাতা থেকে সমরেশ রায়
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ৪১৪ বার পঠিত

প্রমোদ দাশগুপ্ত ভবনে….। এই উপলক্ষে দুটি র‍্যালির মাধ্যমে সম্মেলনের শুভ সূচনা করেন, একটি র‍্যালি আসে বালিগঞ্জ ফাঁড়ি থেকে প্রমোদ দাশগুপ্ত ভবনে, আরেকটি র‍্যালি আসে রাজাবাজার থেকে প্রমোদ দাশগুপ্ত ভবনে, প্রত্যেক র‍্যালিতে প্রায় ছয় থেকে 700 কমরেডরা পা মেলান, র‍্যালির মূল উদ্দেশ্য একদিকে ভারতের কমিউনিস্ট পার্টির 25 তম সম্মেলন, অন্যদিকে আনিস খানের হত্যার বিচার চাই, আনিস খানের বাবার কথামতো সিবিআই তদন্ত চাই , অবিলম্বে বন্দি 16 জনকে কমরেডকে নিঃশর্তে মুক্তি চাই ,এবং 28 ও 29 শে মার্চ সাধারণ ধর্মঘট সফল করুন ,এই সকল উদ্দেশ্যকে মূল ইস্যু করে র‍্যালির সূচনা, উপস্থিত ছিলেন কমরেড মোহাম্মদ সেলিম ,কমরেড অনাদি সাউ, কমরেড কাজল চক্রবর্তী, কমরেড গৌতম দেব, ছাড়া অন্যান্য নেতৃবৃন্দ এবং ছাত্র-ছাত্রীবৃন্দ। সংক্ষিপ্ত বক্তৃতার মাধ্যমে মোহাম্মদ সেলিম বলেন যারা গণতন্ত্রকে ধ্বংস করছে, গণতন্ত্রের নামে মানুষের উপরে অত্যাচার চালাচ্ছে, পুলিশ মানুষকে খুন করে চলে আসছে। তারা গণতন্ত্র নিয়ে কথা বলে, পুলিশ মন্ত্রী হয়ে ,একটা পুলিশের নাম করে একটা নিরীহ ছেলে কে খুন করে ফেললো। অথচ এখনো দোষীর শাস্তি হলো না ,দোষীকে ধরতে পারল না, শুধু তাই নয় ভোটের নামে জুলুমবাজি, বুথে না ঢুকতে দেওয়া ,জোর করে দখল করা, এই গণতন্ত্র। সরকার সঠিক পথে না গিয়ে সাধারণ মানুষের উপরে অত্যাচার চালিয়ে যাচ্ছে ,এর জবাব দিতে হবে। এছাড়াও বলেন 25 তম সম্মেলনে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে প্রমোদভবন যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে লেলিনের মূর্তি ও জীবনী তুলে ধরা হয়েছে। রিপোর্টার সমরেশ রায় ও শম্পা দাস

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
  • © All rights reserved © 2022 Channel21tv.Com
Design & Development By Hostitbd.Com