খুবই গোপন সূত্রে খবর পেয়ে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ ইকবাল হোসেন ফোর্স পাঠিয়ে এক অভিযান চালিয়ে
নোয়াখালীর সেনবাগে এক কলেজছাত্রীকে (১৯) ধর্ষণের অভিযোগে সাগর চন্দ্র দাস (২৫) নামে এক সেলুন মালিককে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সাগর চন্দ্র দাস ২নং কেশারপাড় ইউনিয়নের বীরকোট গ্রামের মালি বাড়ির দুলাল চন্দ্র দাসের ছেলে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, গ্রেফতারের পর সাগর ওই ছাত্রীকে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন।
ওই ছাত্রীর দায়ের করা মামলায় তাকে সোমবার আদালতে নেওয়া হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলায় সাগরের দুই সহযোগীকেও আসামি করা হয়েছে। এরা হচ্ছেন- লুধুয়া গ্রামের মোঃ আবদুর রহিমের ছেলে মোঃ সোহেল (১৮) ও একই গ্রামের মোঃ পারভেজ (২৪)।
তাদেরকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলেও জানান ওসি মোঃ ইকবাল হোসেন পাটোয়ারী।
Leave a Reply