ময়মনসিংহে ত্রিশাল উপজেলায় ৫০তম জাতীয় স্কুল মাদরাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
ত্রিশাল সরকারি নজরুল একাডেমী মাঠে (২৮ ফেব্রুয়ারী ২০২২ ইং) সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্কুল মাদরাসা ও কারিগরি শিক্ষা-প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে বিভিন্ন ধরনের খেলা-দোলার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ত্রিশাল উপজেলার নির্বাহী কর্মকর্তা আক্তারুজ্জামান প্রধান অতিথি ছিলেন, ত্রিশাল উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার, বিশেষ অতিথি ছিলেন, ত্রিশাল উপজেলার ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা, উপজেলার শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান আনাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের অভিভাবক মন্ডলীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply