সহজে উচ্চশিক্ষার সুযোগ, ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষার পথ সুগম করতে চালু হলো স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প, প্রকল্পটির দ্বারা উচ্চ শিক্ষা ক্ষেত্রে ছাত্রছাত্রীরা সহজশর্তে সর্বাধিক 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবে । নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চ থেকে 5000 স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিতরণ করা হয়, মঞ্চে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, রামকৃষ্ণ দ্বিবেদী অর্থ সচিব মনোজ কণ্ঠ ও শিক্ষা সচিব মনীষ জৈন, এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে ব্যাংকের উচ্চপদস্থ আধিকারিকরা । মেডিকেল টেকনোলজিস্ট ছাত্র ইন্দ্রজিৎ দেবনাথ, বিএস সি নার্সিং ছাত্রী মনীষা খাতুন, হোটেল ম্যানেজমেন্ট ছাত্রী বর্ষা দাস এর হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দেন মাননীয় মুখ্যমন্ত্রী। মাননীয় মুখ্য মন্ত্রী বলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপরে বিভিন্ন রকম চাপ সৃষ্টি করা হচ্ছে কিন্তু আমি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে নির্ভয় নির্দ্বিধায় শিক্ষা প্রসারের কাজ চালিয়ে যেতে অনুরোধ করছি, কোনরকম কারো প্ররোচনায় কান না দিয়ে নিজেদের বিশ্ববিদ্যালয় কে ঠিকমতন চালানোর ব্যবস্থা করুন , এছাড়া তিনি ব্যাঙ্ক ম্যানেজার ও আধিকারিকদের বলেন,
ছাত্র-ছাত্রীদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোন দিতে কোন দ্বিধা করবেন না ,তারা কোন রকম যেন বিপদের সম্মুখীন না হয় ,নির্দ্বিধায় আপনারা তাদের ঋণ দেওয়ার ব্যবস্থা করবেন, কারণ স্টুডেন্ট ক্রেডিট কার্ড রাজ্য সরকারের আওতাভুক্ত, রাজ্য সরকার গ্যারান্টেড। তিনি জানান এখনো পর্যন্ত 25000 হাজার স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাস হয়ে গেছে এবং 77000 ছাত্র-ছাত্রীরা কন্যাশ্রী পেয়েছে, বিভিন্ন জেলা থেকে ছাত্রছাত্রীরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামেএসেছেন, পূর্ব মেদিনীপুর ,বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি ও অন্যান্য জেলা । রিপোর্টার শম্পা দাস ও সমরেশ রায়
Leave a Reply