লালপুর নাটোর প্রতিনিধি
ছেলে ধর্ষণ এবং মেরে ফেলার চেস্টা
লালপুর থানার ৮নং দুরদুড়ি ইউনিয়ন নওপারা গ্রামের পিতা মোঃ আফজাল হোসেনের ছেলে মোঃ জাহিদ হোসেন কে (১৬) তাকে রাত আট টার সময় নওপারা নদীর পাড়ে গিয়ে আখ ক্ষেতের ভিতরে ছেলেকে ধর্ষণ করে মেরে ফেলার চেস্টা করে ৮নং দুরদুড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ড পানসিপাড়া গ্রামের পিতা মোঃ মারুল মন্ডলের ছেলে মোঃ মনিরুজ্জামান মনির (নুসারুল) পড়ে লোকজন জানতে পারলে ওখানে থেকে নুসারুল পালায় পরে লোকজন জাহিদ কে লালপুর মেডিকেল ভতি্ করে ।ইতি পূবে জানা যায় এই বিষয় টা নিয়ে থানায় মামলা হয়ছে।এখোন নুসারুল এর বিচার দাবি করা হচ্ছে তাকে আইনের আওতায় এনে তাকে কঠোর শাস্তি দেওয়া হক।
Leave a Reply