নাটোর জেলার নলডাঙ্গা উপজেলায় এক গার্মেন্টস কর্মী ছেলে, কষ্টার্জিত ৯০০০/=(নয়হাজার) টাকা তার মা আনোয়ারা বেগম(৪০) স্বামী আব্দুর রহিম, সাং সেনভাগ লক্ষীকোল, থানা নলডাঙ্গা, জেলা নাটোর এর বিকাশ অ্যাকাউন্টে পাঠিয়ে দেয় কিছুদিন আগে।এই টাকাটি ক্যাশ আউট করতে গিয়ে, একটি ডিজিটের ভুলের কারনে অন্য একজনের বিকাশ অ্যাকাউন্টে চলে যায়।সাথে সাথে তার মা ঐ নম্বরে যোগাযোগ করলে, প্রথমদিকে টাকাটি ফেরত দিতে চাইলেও পরে নম্বরটি সে একেবারেই বন্ধ করে দেয়, অসহায় হয়ে পড়েন গার্মেন্টস কর্মীর মা, নলডাঙ্গা থানায় এসে জিডি করেন। পুলিশের আন্তরিক প্রচেষ্টায় টাকাটি উদ্ধার হয় এবং অদ্য উদ্ধারকৃত সেই গার্মেন্টস কর্মীর মায়ের নিকট হস্তান্তর করেন নলডাঙ্গা থানার চৌকস এ,এস,আই, জসিম উদ্দিন।
Leave a Reply