মহান শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আলোচন সভা, দোয়া মাহ্ফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহের সদর উপজেলা ভাবখালী ইউনিয়নে চুড়খাই বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে (২১ ফেব্রুয়ারী ২০২২ইং) সোমবার বিকালে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহ্ফিলে আয়োজন করা হয়েছে।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন, আলহাজ্ব আশরাফ হোসাইন সদর উপজেলা চেয়ারম্যান ও যুগ্ম সাধারণ সম্পাদক মহানগর আওয়ামীলীগ ময়মনসিংহ। অনুষ্ঠানে উদ্বোধন করেন, মোস্তাফিজুর রহমান (শাহীন) ভাইস চেয়ারম্যান উপজেলা সদর ময়মনসিংহ। অনুষ্ঠানে আলোচক ছিলেন, আব্দুর ছাত্তার (সোহেল) চেয়ারম্যান ১২নং ভাবখালী ইউনিয়ন পরিষদ সদর ময়মনসিংহ। আলোচনা সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, হাফিজ উদ্দিন নবনির্বাচিত সভাপতি চুড়খাই বাজার ব্যবসায়ী সমিতি, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, সিদ্দিকুল ইসলাম নবনির্বাচিত ত্রুীড়া ও সাংস্কৃতিক সম্পাদক চুড়খাই বাজার ব্যবসায়ী সমিতি ও সঞ্চালনায় ছিলেন, এমদাদুল হক (পবন) নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক চুড়খাই বাজার ব্যবসায়ী সমিতি।
বক্তব্যে বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে প্রতিটি আন্দোলনে বঙ্গবন্ধু যে নেতৃত্ব দিয়েছিলেন ও আন্দোলনের সূত্রপাত ঘটিয়েছিলেন; ইতিহাস থেকে তা মুছে ফেলা হয়েছে। যারা পাকিপ্রেমিক তারা তো ইতিহাস বিকৃত করেই। আমাদের মধ্যেও অনেকে ইতিহাস বিকৃত করেছে। এই সব ইতিহাস বিকৃতিকারী অপশক্তিকে রুখতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগের অর্জন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৯৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকা অবস্থায় ইউনেসকো একুশে ফেব্রুয়ারীকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে। আমাদের সবাইকে একুশের চেতনায় উজ্জীবিত হয়ে অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির জনকের সোনার বাংলা গড়তে কাজ করতে হবে। অনুষ্ঠানে অনন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আলহাজ্ব সাইদুর রহমান চেয়ারম্যান ১১নং ঘাগড়া ইউনিয়ন পরিষদ সদর, মশিহুর রহমান (শাহান শাহ্) চেয়ারম্যান ২নং বইলর ইউনিয়ন পরিষদ ত্রিশাল, আলহাজ্ব খন্দকার নজরুল ইসলাম অধ্যক্ষ চুড়খাই সিনিয়ার ফাযিল (ডিগ্রী) মাদ্রাসা সদর, রথিন্দ্র কুমার পন্ডিত অধ্যক্ষ নাজিরাবাদ স্কুল এন্ড কলেজ চুড়খাই সদর, নুরুল আমিন সহকারী ভূমি কর্মকর্তা ভাবখালী ইউনিয়ন ভূমি অফিস সদর, জাহিদুল কবীর (রাজীব) প্রধান শিক্ষক সানরাইজ আইডিয়াল স্কুল চুড়খাই সদর, আলহাজ্ব আইয়ুব আলী চমক বিক্সস্ সদর, আলহাজ্ব আবু নোমান রিয়েল ফাইভার গ্লাস ইন্ডা কাজির শিমুল ত্রিশাল, আলহাজ্ব শাহ আলম বিশিষ্ট ব্যবসায়ী সদর, মনির হুসেন নাসা এন্টারপ্রাইজ (ওয়ালটন শো-রুম) চুড়খাই বাজার সদর. আলহাজ্ব এনামুল হক ভূঞা মেসার্স লতিফ ট্রেডার্স চুড়খাই বাজার সদর, আলহাজ্ব বাদল ভাই ভাই ফিড (ডিলার) চুড়খাই বাজার সদর, হমিদুল হক ফকির বিশিষ্ট ব্যবসায়ী সদর, মজিবুর রহমান সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ ১২নং ভাবখালী ইউনিয়ন সদর, মোহাম্মদ শহিদুল ইসলাম ফকির আহবায়ক জাতীয় পার্টি ১২নং ভাবখালী ইউনিয়ন সদর, আব্দুল মালেক সভাপতি আমরা কজন শিল্পীগোষ্ঠী চুড়খাই বাজার সদর, আলহাজ্ব সোনালী অটো রাইস মিল চুড়খাই বাজার সদর, আলহাজ্ব ডা. আব্দুর রশিদ চুড়খাই বাজার সদর, রফিকুল ইসলাম ভাই ভাই অটো রাইস মিল চুড়খাই বাজার সদর, আব্দুল গাফ্ফার আল মদিনা অটো রাইস মিল চুড়খাই বাজার, ইঞ্জিনিয়ার হারুন আর রশিদ চুড়খাই সদর, নূরে আলম সভাপতি মটরযান শ্রমিক ইউনিয়ন চুড়খাই শাখা সদর, আল-আমিন (দুলাল) ঝিলিক বিক্সস সদর, ইফতিয়ার হোসেন (ইফতু) ইফতু বিক্সস্ সদর, আতাউর রহমান মিনার বিক্সস্ সদর, সাইদুল ইসলাম চুড়খাই বাজার সদর ময়মনসিংহ। অনুষ্ঠানে উপস্তিত ছিলেন, চুড়খাই বাজার ব্যবসায়ী সমিতির নবনির্বাচন সদস্যরা হলেন, সাজ্জাদ হোসেন সাজু সহ-সভাপতি, জসিম উদ্দিন সহ-সভাপতি, মোস্তাফিজুর রহমান টিটু সাধারণ সম্পাদক, মাইনুল ইসলাম হীরা সহ-সম্পাদক, মাহফুজুর রহমান ঝুম্মন কোষাধ্যক্ষ, আব্দুর রউফ রুবেল দপ্তর সম্পাদক, এরশাদ মিয়া প্রচার সম্পাদক ও সম্মানিত সদস্য শফিকুল ইসলাম শফিক, বিল্লাল হোসেন, শহিদুল ইসলাম লিটন, শফিকুল ইসলাম ফকির, কামাল উদ্দিন, ইউসুফ আলী, শামছুল হক, আবু হানিফ, সোহেল মিয়া, টিটু মিয়া ও মানিক মহাপাত্র প্রমূখ। এছাড়াও ভিবিন্ন অঙ্গসংগঠনের শতাধিক নেতা-কর্মী ও চুড়খাই বাজারের ব্যবসায়ীবৃন্দরা অনুষ্ঠানে অংশ নেন।
Leave a Reply