বৈশ্বিক করোনা সংক্রমণ প্রতিরোধ ও মোকাবেলায় সারা দেশের ন্যায় লক্ষ্মীপুর কমলনগরে ৯ টি ইউনিয়নে ৩টি পয়েন্টে চলছে গণ-টিকা কার্যক্রম।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল থেকে এ গণ-টিকার কার্যক্রম শুরু হয়। আগামী ২৬ ফেরুয়ারি পর্যন্ত চলবে এই গন টিকা কাযক্রম।
উপজেলার ৯ টি ইউনিয়নের প্রতিটি ইউনিয়নে ৩ টি করে মোট ৩৭ কেন্দ্রে এই টিকা কার্যক্রম শুরু করেন কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত সেবিকাগন।
উপজেলার কালকিনি ইউনিয়নে মতির হাট কোডেক অফিস,হাজীগন্জ সিসি,রফিকগন্জ বাজার
সাহেবের হাট ইউনিয়নে সফিকগন্জ সিসি,এ টি পাড়া সিসি,লরেন্স খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
চর লরেন্স ইউনিয়নে মদিনাতুল উলুম কাওমি মাদ্রাসা,শহীদনগর আর্দশ উচ্চ বিদ্যালয়, খোকন চেয়ারম্যান সিসি।
চর মাটিন ইউনিয়নে উত্তর মাটিন শান্তির হাট সিসি,চর মাটিন চৌধুরী বাজার উচ্চ, উত্তর চর মাটিন সরকারি প্রাথমিক বিদ্যালয়।
চর ফলকন ইউনিয়নে সেকান্তর সদ্দার সিসি,সেলামত উল্লাহ হাওলাদার সিসি, মাওলানা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
পাটাওয়ারির হাট ইউনিয়নে বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইউনিয়ন পরিষদ কাযল্যয়,মন্তাজ মেম্বার স্কুল।
হাজির হাট ইউনিয়নে চর জাঙ্গালিয়া কে হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, করুনানগর ডব্লিউ সি,মিল্লাত একাডেমি।
চর কাদিরা ইউনিয়নে ফজুমিয়ার হাট ডব্লিউ সি,দঃপঃ চর কাদিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়,চর বসু বাজার সিসি।
তোরাবগন্জ ইউনিয়নে ইসলামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্যে চর পাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নুর মিয়া মাঝি জামে মসজিদ। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে গনটিকা কার্যক্রম।
গনটিকা কার্য়ক্রম শুরু থেকেই টিকাদান কেন্দ্র গুলো পরিদর্শন করেন কমলনগর উপজেলা নির্বাহি কর্মকতা মোঃ কামরুজ্জামান ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডাঃ আবু তাহের।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডাঃ আবু তাহের বলেন, সরকারি নিদের্শনা মেনে কমলনগরে লক্ষ মাত্রা পূরনে গনটিকা কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রম চলবে আগামী ২৬ তারিখ পর্যন্ত। এছাড়াও ২য় ও বুস্টার ডোজ চলবে যথারীতি কমলনগর স্বাস্থ্য কমপ্লেক্সে।
Leave a Reply