নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার ১ নং ব্রহ্মপুর ইউনিয়নের ব্রহ্মপুর গ্রামের মাছ ব্যবসায়ী মোঃ সিরাজুল ইসলামের ছেলে মোঃ কামাল হোসেন (৩৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়। বুধবার বিকেল ৪ ঘটিকায় আড়িয়া পাড়া গ্রামে জানাযায় মটর সাইকেল যোগে যাওয়ার পথে একটি বালির ট্রাকের সাথে সংঘর্ষ হয়।
সংগে সংগে সে মারা যায়। এতে হেলমেট ভেঙে তার মাথার ঘিলু বের হয়ে যায়। একই গ্রামের মোঃ খোয়াজ আলীর ছেলে মোঃ সাজদুল ইসলাম গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে।
সেও প্রান কোম্পানিতে কর্মরত আছে। নিহত কামাল হোসেনের তিন মাসের ১ কন্যাসহ ২ কন্যা সন্তানের বাবা। ঘাতক ট্রাক চালক দুর্ঘটনার পরপরই পালিয়ে যায়। নলডাঙ্গা থানা পুলিশ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায় এবং নিহতের লাশ থানায় রাখা হয়েছে বলে নলডাঙ্গা থানা সুত্রে জানা যায়।
Leave a Reply