নাটোরের নলডাঙ্গা উপজেলায় প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে দিন ব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারী) সকাল ১১টায় উপজেলার খাদ্য গোডাউন মাঠে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকারের সভাপতিত্বে ও উপজেলা ভেটেরিনারি সার্জন রাকিবুল হাসান সুজনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আহসান হাবিব,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস শুকুর আলী, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মুকু, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার, ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম, ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আশরাফুল ইসলাম মিঠু, মাধনগর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল জব্বার সহ উপজেলা পয্যায়ের সরকারি কর্মকর্তাগণ, নলডাঙ্গা রিপোটার্স ইউনিটির সকল
সাংবাদিক বৃন্দ।
মেলায় মোট ৩০ টি স্টল স্থান পেয়েছে। আর অংশগ্রহনকারী সকল খামারীদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে চেকের মাধ্যমে ৩০ হাজার টাকা পুরুষ্কার হিসেবে প্রদান করা হয়।
Leave a Reply