1. admin@channel21tv.com : channel21tv.com :
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৫ পূর্বাহ্ন

২৭শে ফেব্রুয়ারি পৌরসভার ভোটে প্রচার চলছে জোর কদমে

রিপোর্টার কলকাতা থেকে সমরেশ রায়
  • আপডেট সময় : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৫৩ বার পঠিত

এলাকায় এলাকায়, ….। বরানগরের সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, আসন্ন বরানগর পৌরসভা নির্বাচনে, 33 নম্বর ওয়ার্ড ও 34 নম্বর ওয়ার্ডের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী ,বাংলার জননেত্রী মমতা ব্যানার্জীর আশীর্বাদ ধন্য ,অমর পাল মহাশয় এবং শ্রীমতি রিতা মুখার্জি (বিউটি), ভোট প্রচারে নামলেন এবং একটি বিশাল র‍্যালি করলেন, দুই প্রার্থীকে পুনরায় ভোটে জয়যুক্ত করুন , প্রচার শুরু করেন তৃণমূলের কার্যালয় অফিস থেকে , কুঠিঘাট হয়ে জয়রাম ধাম ,রায় যতীন্দ্রনাথ চৌধুরী লেন, বেনেপাড়া, মুন্সিঘাট, রামেশ্বর ষষ্ঠীতলা হয়ে পুনরায় তৃণমূল কার্যালয়ে এসে শেষ হয়, এই মিছিলে কয়েকশো ছেলে মেয়ে ও তৃণমূল কর্মী, সদস্য যোগদান করেন, মিছিলের প্রথমভাগে ছিলেন বিধায়ক তাপস রায় মহাশয় সহ দুই প্রার্থী অমর পাল মহাশয় ও শ্রীমতি রিতা মুখার্জি, এছাড়া ছিলেন অজিত দত্ত, অভিনব বোস ,শিবানী বৈরাগী, পম্পা বৈরাগী, সোমা ,প্রশান্ত, তাপসী ,দেব জিৎ ,টুম্পা, কৌশিক, সুনিতা, শিব শংকর, বাপ্পা ,সোমনাথ, বুড়ো ,দেবপ্রিয় সহ অন্যান্য তৃনমূল সদস্য বৃন্দ। মাননীয় প্রার্থী অমর পাল মহাশয় বলেন এদের ছাড়া কখনই কোন কিছু করা সম্ভব নয় যারা বিভিন্ন কাজে আমাকে সহযোগিতা করে, এছাড়া এলাকার বাসিন্দাদের উদ্দেশ্যে জানান, আপনারা নির্ভয়ে ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, এবং সকাল সকাল গিয়ে নিজের ভোট নিজে দিবেন। 27 এ ফেব্রুয়ারি আজ কি দিন নির্ভয়ে ভোট দিন, রিপোর্টার বরানগর থেকে শম্পা দাস ও সমরেশ রায়

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
  • © All rights reserved © 2022 Channel21tv.Com
Design & Development By Hostitbd.Com