শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদরের প্রাণ কেন্দ্রের শিমুলতলী এলাকায় ‘প্রয়োজন’ নামে একটি সুপার শপের শুভ উদ্বোধন করা হয়েছে।
১১ ফেব্রুয়ারী শুক্রবার বিকালে এ সুপার শপের শুভ উদ্বোধন করেন, উক্ত প্রতিষ্ঠানের কর্তৃপক্স। এ উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রয়োজন সুপার শপের কর্তৃপক্ষগণের পক্ষে মেহেদী হাসান হালিম জানান, “আমাদের সুপার শপে পাওয়া যাবে, দেশ- বিদেশের কয়েক হাজার পন্য। যেখানে একটি পরিবারের সকল পণ্য পাওয়া যাবে।”
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতি লিঃ এর সদস্যবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও বিভিন্ন কোম্পানীর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, ঝিনাইগাতী উপজেলায় এ ধরণের সুপার সপ এটিই প্রথম।
Leave a Reply