1. admin@channel21tv.com : channel21tv.com :
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৫:৫৪ অপরাহ্ন

আঠাশে ফেব্রুয়ারী 45তম আন্তর্জাতিক কলকাতা বইমেলাকে2022

রিপোর্টার কলকাতা থেকে সমরেশ রায়
  • আপডেট সময় : শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৯০ বার পঠিত

2022, কে কেন্দ্র করে আজ কলকাতা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে করলেন……। আঠাশে ফেব্রুয়ারী বিকেল তিনটে তিরিশ মিনিটে আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুভ সূচনা, চলবে 13 ই মার্চ পর্যন্ত। স্থান সেন্ট্রাল পার্ক প্রাঙ্গণ করুণাময়ী, বিধান নগর, এবার ইন্টারন্যাশনাল পাবলিশার্স অ্যাসোসিয়েশন জেনিভার স্বীকৃতি পেয়েছে, আজ সাংবাদিক সম্মেলনে শেখ মুজিবুর রহমানের একটি লোগো উন্মোচন করা হয়, উন্মোচন করেন সাংবাদিক সম্মেলনের প্রধান অতিথি হিসাবে মাননীয় ডঃ কামাল আবদুল নাসের চৌধুরী, প্রধান সমন্বয়ক ,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন, জাতীয় বাস্তবায়ন কমিটি ঢাকা বাংলাদেশ, এছাড়া উপস্থিত ছিলেন কলকাতা বাংলাদেশ উপ-রাষ্ট্রদূত মাননীয় তৌফিক হাসান মহোদয়, উপস্থিত ছিলেন পাবলিশার্স অ্যান্ড গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব কুমার চট্টোপাধ্যায়, সভাপতি সুধাংশু শেখর দে, কলকাতা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট স্নেহাশীষ শূর, অসীম কুমার দে অ্যাডিশনাল কালচারাল সেক্রেটারি বাংলাদেশ, অজয় চক্রবর্তী বাংলাদেশ , তাপস সাহা এবং অন্যান্য অতিথিবৃন্দ উদযাপিত হবে আন্তর্জাতিক বইমেলার থিম কান্ট্রি বাংলাদেশ ,উদযাপন করা হবে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ এবং বাংলাদেশের স্বাধীনতার 50 বছর বইমেলায়, আন্তর্জাতিক কলকাতা বই মেলায় বাংলাদেশ দিবস উদযাপিত হবে 3 রা ও 4ঠা মার্চ 2022। শিশু দিবস উদযাপিত হবে 6 মার্চ 2022 । বইমেলা তিনটি গেট বাংলাদেশের শেখ মুজিবুর রহমানের আবক্ষ মূর্তি দিয়ে তৈরি হবে এবং বাংলাদেশের 45 টি স্টল কলকাতা বইমেলার স্থান পাবে, এবারের বইমেলায় মোট 85 টি স্টল ,থাকছে দর্শকদের দেখার জন্য, প্রতিবছরের মতো এবারও দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রকাশক অংশগ্রহণ করছেন এই বইমেলায় ,বাংলাদেশ ছাড়াও থাকছে ব্রিটেন, আমেরিকা, রাশিয়া, ইতালী, ইরান, স্পেন, আর্জেন্টিনা ,মেক্সিকো ছাড়া অন্যান্য রাজ্য। প্রতি বছরের মতো এই বছর বই মেলায় বিশেষ আকর্ষণ কলকাতা লিটারেচার ফেষ্টিভেল, আই সাংবাদিক সম্মেলনে সমস্ত প্রেসের কর্মীদের ধন্যবাদ স্বাগত জানিয়েছেন, সবাই মিলে সহযোগিতা করার জন্য এবং জানিয়েছেন এবারের বইমেলা আরো জাতে প্রচার হয়, তার যথাযথ ব্যবস্থা সাংবাদিকরা যেন করেন, রিপোর্টার কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায়

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
  • © All rights reserved © 2022 Channel21tv.Com
Design & Development By Hostitbd.Com