নাটোর জেলার নলডাঙ্গা উপজেলায় নলডাঙ্গা থানার মাদকবিরোধী অভিযানে, অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ মাদক ব্যবসায়ী, সোহরাব আলী(৬৫) পিতা মৃত আফসের আলী সাং বৈদ্যবেলঘড়িয়া উত্তর পাড়া( মরাকাটি) থানা নলডাঙ্গা জেলা নাটোরকে, রাত্রী ০৬.৪৫ টার সময় নলডাংগা থানাধীন বৈদ্যবেলঘড়িয়া উত্তর পাড়া মরাকাটি গ্রামস্হ , জনৈক মোঃ হবিবর রহমান এর বসতবাড়ীর পশ্চিম পাশের পাকা রাস্তার উপর হইতে আটক করে , তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে অদ্য তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা l
Leave a Reply