শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকোড়া ইউনিয়নের পানিহাতা এলাকা থেকে ভারতীয় ২ হাজার ৫৫ বোতল ফেনসিডিলের চালান আটক করেছে বিজিবি। একইসঙ্গে মাদক ব্যাবসায়ী সাইফুল ইসলাম বাপ্পিকে (৩৫) আটক করা হয়েছে।
১০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ভোরে নালিতাবাড়ী -হালুয়াঘাট সীমান্ত সড়কের পানিহাতা এলাকা থেকে এসব জব্দ করে রামচন্দ্রকোড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা।
বিজিবি সুত্র জানায়, বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত ৩টার দিকে সীমান্তবর্তী পানিহাতা এলাকার নালিতাবাড়ী হালুয়াঘাট সড়কে অভিযান চালায় রামচন্দ্রকোড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা। তাদের উপস্থিতি টের পেয়ে পিকআপ ও ইজিবাইক ভর্তি ভারতীয় ফেন্সিডিলের চালান ফেলে পালিয়ে যায় চালক ও মাদক কারবারি। এসময় দুই মোটরসাইকেলে থাকা অপর দুই মাদক কারবারি একজন দৌড়ে পালাতে পারলেও সাইফুল ইসলাম বাপ্পীকে আটক করে বিজিবি সদস্যরা। পরে মাদকের চালান ও পরিবহনসহ তাকে রামচন্দ্রকোড়া ক্যাম্পে আনা হয়। এরপর বৃহস্পতিবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে থানা পুলিশের কাছে এসব হস্তান্তর করা হয়। জব্দকৃত ফেন্সিডিলের বর্তমান মুল্য প্রায় ৩০ লক্ষাধিক টাকা বলে জানা গেছে।
রামচন্দ্রকোড়া বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ভোররাতে পানিহাতা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে ফেনসিডিলের চালান আনা হয়। বিষয়টি আমাদের গোয়েন্দা সুত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে মাদকের এ চালানটি জব্দ ও একজনকে আটক করা হয়।
নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল এবিষয়ে সাংবাদিকদের জানান, এ ব্যাপারে মামলা নেওয়া হয়েছে।
Leave a Reply