নাটোর জেলার নলডাঙ্গা উপজেলায় কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিলের হেল্থ ক্যাম্প-২০২২ “শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা” উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর কতৃক আয়োজিত স্বাস্থ্য সামগ্রী ও শিশু খাদ্য বিতরণ।
বাঙ্গালী জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের সুযোগ্য কন্য জননেত্রী শেখ হাসিনার আদলে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিলের হেল্থ ক্যাম্প অদ্য উপজেলা নিবাহী কমকর্তার কার্যালয় চত্বরে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৪৫০(চারশত পঞ্চাশ)টি পরিবারের মাঝে স্বাস্থ্য সামগ্রী ও শিশু খাদ্য বিতরণ করলেন শাহানুর খাতুন উপজেলা মহিলা বিষয় কর্মকর্তা।
উক্ত বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুখময় সরকার (ইউএনও) নলডাঙ্গা নাটোর, আঃশুকুর সভাপতি আওয়ামীলীগ নলডাঙ্গা থানা, আসাদুজ্জামান আসাদ উপজেলা চেয়ারম্যান নলডাঙ্গা নাটোর, আঃ আলীম ভাইস চেয়ারম্যান নলডাঙ্গা উপজেলা নাটোর, শিরিন মহিলা ভাইস চেয়ারম্যান নলডাঙ্গা উপজেলা নাটের, ডাঃ রাকেস মেডিক্যাল অফিসার নলডাঙ্গা সদর হাসপাতাল নাটোর, ডাঃ মনোয়ারুল ইসলাম টুটুল মেডিক্যাল অফিসার নলডাঙ্গা সদর হাসপাতাল নাটোর, আরও উপস্থিত ছিলেন বাসেদ শেখ, ছেলিম, লিটন, মৌসুমি, মিতু, কুরবান উপজেলা মহিলা বিষয় অধিদপ্তর পরিবারসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ নলডাঙ্গা রিপোটার্স ইউনিটির সকল সাংবাদিক বৃন্দ, স্কাউট সদস্য, প্রশাসনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply