দিনাজপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী বিরামপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে নব-নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
বিজয়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পৌর মেয়র বলেন, বিরামপুর প্রেসক্লাবের একটি ঐতিহ্যবাহী সংগঠন। নব-নির্বাচিত কমিটি বিরামপুরের উন্নয়ন,অগ্রগতি ও অসহায় মানুষের জন্য লেখনিতে ব্যাপক ভূমিকা রাখবেন বলে মনে করেন। তিনি সংগঠনটির উত্তর উত্তর সাফল্য কামনা করেন ও সব ধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
শুভেচ্ছা বিনিময়কালে নব-নির্বাচিত কমিটির সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মশিহুর রহমান, সিনিয়র সাংবাদিক হাফিজ উদ্দিন সরকার, সহ-সভাপতি এসএম মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক এবিএম মুসা,কার্যকারী সদস্যবৃন্দ আঃ রশীদ, মাহাবুব রহমান, রায়হান কবির চপল, মিজানুর রহমান, আঃ রউফ সোহেল উপস্থিত ছিলেন।
Leave a Reply