নাটোরের ছাতনী মধ্যপাড়া গ্রাম থেকে নাজমা বেগম নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে পুলিশ সোমবার সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের পর নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। মরদেহটি শোবার ঘরের জানালার গ্রিলের সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ছিল। নাজমা বেগম ছাতনী মধ্যপাড়া গ্রামের খালেক হোসেনের স্ত্রী বলে পুলিশ জানিয়েছে। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাযায়, রাতে খাওয়া দাওয়া করে পরিবারের সবাই ঘুমাতে যায়। আজ সোমবার সকালে নাজমার শোবার ঘরের জানালার গ্রিলের সাথে গলায় ওড়না জড়ানো অবস্থায় তার মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
Leave a Reply