আজ (০৬ ফেব্রুয়ারি ২০২২ইং) রবিবার নেত্রকোনায় বানিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে নেত্রকোণা জেলার বিজ্ঞ জেলা প্রশাসক জনাব কাজি মোঃ আবদুর রহমান মহোদয়ের সার্বিক নির্দেশনায় নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ শাহ আলম এর নেতৃত্বে নেত্রকোণা জেলার সদর উপজেলার স্টেশন বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং আমদানিকারকের সীলবিহীন পণ্য বিক্রি করায় ২টি প্রতিষ্ঠানকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয় এবং সতর্ক করা হয়।
অভিযানে তথ্য দিয়ে এবং সার্বিকভাবে সহযোগিতা করেন জেলা এনএসআই এর একটি টিম । এছাড়াও সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোঃ হাবিল উদ্দীন ও জেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল হক।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ শাহ আলম বলেন, জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
Leave a Reply