গতকাল থেকে নিখোঁজ শিশুর দেহ মিলল হাওড়ার টিকিয়াপাড়া এলাকা থেকে শেখ শাহিল নামে বছর চারেকের এই শিশু, নাম শেখ সাহিল বলে জানা যায়, ডোমজুড় বাঁকড়া এলাকায় থাকতো, গতকাল বিকেল থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না, তার ছবি দিয়ে সন্ধান চাই বলে পোস্টার তৈরি করা হয়, বিভিন্ন জায়গায় সেগুলো ছড়িয়ে দেবার জন্য, তার আগেই এক মর্মান্তিক সংবাদ বাড়িতে আসে, তার বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার দূরে হাওড়া থানার অন্তর্গত টিকিয়াপাড়া বাইপাস সংলগ্ন এলাকায় মৃতদেহ উদ্ধার হয়,
এখানে একটি নির্মীয়মাণ বহুতলে আন্ডারগ্রাউন্ড রিজার্ভারের জলে সাহিলর দেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে হাওড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, এলাকায় মানুষের সহযোগিতায় মৃতদেহ উদ্ধার করে ,ঘটনার খবর পেয়ে ছুটে আসে বাড়ির লোকজন, বাড়ি থেকে এত দূরে কিভাবে শাহিল এসেছিল কেউ বুঝে উঠতে পারছে না ,তাদের অনুমান অপহরণ করে খুন করা হয়েছে সাহিল কে,
পুলিশ তদন্ত শুরু করেছে, সাহিলের বাবা পেশায় রাজমিস্ত্রি ,মা কর্মসূত্রে দিল্লীতে থাকেন, সে কারণেই বাঁকড়া এলাকায় দিদার বাড়িতে মাঝেমধ্যে থাকতো সাহিল, গতকালও দিদার বাড়িতে বেড়াতে এসেছিল। এইরকম ছোট্ট শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে, । রিপোর্টার সমরেশ রায় ও শম্পা দাস
Leave a Reply