গতকাল (৩১ জানুয়ারি/২০২২) সোমবার ৬ষ্ট ধাপের ইউপি নির্বাচনে নেত্রকোনা জেলার খালিয়াজুরী ও পূর্বধলার তিন ইউপি’তে প্রথমবারের মত ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
এতে পূর্বধলার ধলামূলগাঁও ইউনিয়নে অটোরিকশা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মোঃ রেজুয়ানুর রহমান বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে খালিয়াজুরী সদর ইউনিয়নে গোলাম আবু ইসহাক নৌকা প্রতীক নিয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন । মেন্দিপুর ইউনিয়নে ঘোড়া প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মোঃ আবু হাকিম নির্বাচিত হয়েছেন ।
নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ও সদর এবং পূর্বধলার ধলামূলগাও ইউনিয়নে ৩১ জানুয়ারি প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অনুষ্ঠিত হয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচন।জেলা নির্বাচন অফিসার মো.আব্দুল লতিফ শেখ বলেন, দুই উপজেলায় প্রথমবারের মতো ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে ৩১ জানুয়ারি ৬ষ্ট ধাপের ইউপি নির্বাচনে। এতে ওই তিন ইউনিয়নে ৩০ টি কেন্দ্রের ১৫২ টি কক্ষে ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে।
খালিয়াজুরী সদর ইউনিয়নে মোট ভোটার ১০ হাজার ৬০৬ জন ও মেন্দিপুর ইউনিয়নে ১৭ হাজার ৪০৫ জন। ধলামূলগাও তিনটি ইউনিয়নে চেয়ারম্যান প্রদে প্রতিদন্দ্বিতা করছেন ১২ জন, সাধারণ সদস্য পদে ৯১ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৪৫ জন।
সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত কোন প্রকার বিরতি ছাড়াই ভোট গ্রহণ করা হয়। আইন শৃঙ্খলা বাহিণীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
Leave a Reply